বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন প্রশংসনীয়, তবে তার চেয়েও বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া। কারণ একটি আলোকিত সমাজ গঠনের মূলে থাকে মানবিকতা, সহনশীলতা ও নৈতিকতা। আলোকিত মানুষ তৈরি হলে সমাজ থেকে বিদায় নেবে হিংসা–সংঘাত ও সামপ্রদায়িক বিভেদ। তাই আমাদের প্রয়োজন শুধু শিক্ষিত নয়, নৈতিকতায় পূর্ণ আলোকিত মানুষ, যারা নিজের আলোয় অন্যকে জাগাতে পারবে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের মোস্তাফিজুর রহমান কলেজ মাঠে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উদ্যোগে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুকোমল বড়ুয়া বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান একজন জ্ঞানী, সমৃদ্ধ ও মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি কেবল রাজনীতিবিদ নন, একজন চিন্তাশীল মানুষ। যিনি দেশের মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ধর্ম ও মানবতা একে অপরের পরিপূরক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। ভালোবাসা, সহনশীলতা ও মানবিকতার মাধ্যমেই শান্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সাতকানিয়া–লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত আনন্দপ্রিয় স্থবিরের সভাপতিত্বে এবং সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া ও তুলি বড়ুয়ার যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি তুষার কান্তি বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া কাজল ও কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আনন্দমিত্র মহাথের প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, দায়ক–দায়িকা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।