মহেশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উত্তম কুমার দে নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। এর আগে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা🙂কে নিয়ে বিরূপ মন্তব্য করেন উত্তম কুমার দে ও অসীম দে নামে দুই হিন্দু যুবক। এ ঘটনার পর আলেম সমাজ সোচ্চার হয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালে দুই অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তি করে সমালোচনার মুখে পড়া উত্তম কুমারকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে উত্তম কুমার পুলিশি হেফাজতে রয়েছে। আইনশৃঙ্খলার সার্বিক দিক খেয়াল রাখা হচ্ছে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। উত্তম কুমার দে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের রাখাল দে এর পুত্র। এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর মহেশখালী পৌরসভার বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করেন। এসময় সহিংসতা এড়াতে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী সতর্ক অবস্থানে ছিল।












