ধর্ম ও নীতি চর্চা মানুষকে পরিশুদ্ধ করে

বিলপুরে ধর্মসম্মেলনে বক্তারা

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেন, ধর্ম ও নীতি চর্চা মানুষকে পরিশুদ্ধ করে। সমাজ থেকে হিংসা, নিন্দা, বিভেদ, বৈষম্য দূরীকরণে ধর্মের মর্মবাণীর গুরুত্ব অপরিসীম।

২৬ নভেম্বর আনোয়ারা উপজেলার বিলপুর সার্বজনীন কালীবাড়ি প্রাঙ্গণে রাসযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখছিলেন। মহোৎসব কমিটি সভাপতি রাজ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন বৃহত্তর চট্টগ্রাম লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি বিজয় চক্রবর্তী শাওন ও গীতাপাঠ করেন চৈতী দাশগুপ্ত। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক সাংবাদিক সুজিত কান্তি দাশ, ধানপুরা বোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মেকলেন মিত্র, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রণজিত চৌধুরী, লোকনাথ সংগঠক অনিল কান্তি দত্ত, ধর্মসংগঠক উজ্জ্বল কান্তি দাশ ও ধর্মতত্ত্ববিদ চাঁনহরি মণ্ডল। সুবীর কান্তি দাশ ও নয়ন দাশগুপ্ত জয় এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মহোৎসব কমিটি সাধারণ সম্পাদক সুজন দাশগুপ্ত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতাসংগঠক সজীব দত্ত সৌরভ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু পরিষদের বর্ধিত সভা