চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দীন বলেছেন, হেফাজতে ইসলাম নামে সংগঠনটি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এজন্য আমাদেরকে সম্মিলিত শক্তি নিয়ে কাজ করতে হবে। গতকাল বুধবার শহীদ নগর এলাকায় চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বিকালে ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে আয়োজিত পৃথক পৃৃথক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠিত দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। অনুষ্ঠানে বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল নবী লেদু, রফিকুল ইসলাম সর্দার, আ.লীগ নেতা ফারুক আহমেদ, বেলাল আহমেদ, জামাল উদ্দীন সেকান্দর, জাহাঙ্গীর সিদ্দিকী, নাছির আহম্মদ, কামাল উদ্দীন চৌধুরী, হাজী সেলিম, খোরশেদ আলম, জাকির হোসেন মঞ্জুর আলম, মাসুদ করিম, আব্দুস মাবুদ, ওসমান গণি বাবুল, মিজানুর রহমান, জোবায়ের কাকী, এস.এম মামুনুর রশীদ, এনামুল হক, মাস্টার শাহাদাত হোসেন, ওসমান গণি মানিক, জাহাঙ্গীর আলম, ইফতেখার উদ্দীন, ইয়াসির আরাফাত, তানভীর আহমদ রিঙ্কু, তাজউদ্দীন রিজভী প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।