বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্মের নামে দেশে কোন বিভক্তি হতে দেওয়া যাবে না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি করতে চায় তাদের জায়গায় এ দেশে হবে না। সকলকে একসাথে কাজ করতে হবে। সকল ধর্মের লোকজন চমৎকার পরিবেশে যার যার উৎসব পালন করবে–এটাই এদেশের চিরন্তন নীতি।
গতকাল রাতে নগরীর দক্ষিণ কাট্টলী হরি মন্দিরে সনাতনী ধর্মের বাসন্তী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখানকার সাথে আমার আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। ছোটবেলায় আমি এসব জায়গায় প্রায় আসতাম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবু জহুর, দিদারুর রহমান সুমন, সাইফুল আলম আজাদ বাঙ্গালি, নুর সেলিম বাঙালি, দেলোয়ার, হরি মন্দির কমিটির সভাপতি সদানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সমর কান্তি দাস, বাসন্তী পূজা উদযাপন পরিষদ সভাপতি মেনু রানী দেবী, রাজিব ধর তমাল, সুজন দাস, বাবলু দেবনাথ, লিটন দাস, সুকান্ত মজুমদার, শ্রী বাধন ধর, সুভাষ কান্তি ধর, সুকোমল নাথ, অজিত কুমার দেবনাথ, সুনীল বড় দাস, সমীরন দাস, রজত মজুমদার কাব্য, সুমন মজুমদার, কৃষাণ মজুমদার, টিকলু চৌধুরী, প্রান্ত চৌধুরী, টিটু কান্তি চৌধুরী, প্রান্ত চোহান, রাজু দাশ, প্রদীপ পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।