ধর্মীয় সম্প্রীতির অনন্য ক্ষেত্র বাংলাদেশ

আলোচনা সভায় চবি উপাচার্য

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় উত্তর ক্যাম্পাস কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গত ১৬ ফেব্রুয়ারি বাণী অর্চনা উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব মো. রবিউল হাসান।
উপাচার্য বলেন, সকল ধর্মের মানুষের পারষ্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির মাধ্যমে বসবাসের অনন্য ক্ষেত্র বাংলাদেশ। তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সকল ধর্মের মানুষ তাদের স্ব স্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে। ধর্মীয় সম্প্রীতির এই অটুট মেলবন্ধন কোনো অপশক্তি যাতে নস্যাত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, হাটহাজারী রুদ্র সংস্কৃত কলেজের অধ্যক্ষ মিলন দেবনাথ, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ড. মাখন চন্দ্র রায়, প্রকৃতি সাহা, রেজাউল হক রুবেল ও ইকবাল হোসেন টিপু।
অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. অলক পাল, প্রফেসর নির্মল কুমার সাহা, সহকারী প্রক্টরবৃন্দ, বাণী অর্চনা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ রুনা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরমজানে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতা রুখে দাঁড়ান