কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দ্বীনি এলম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতি ধাবিত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নিজেদেরকে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তা সম্ভব না হলে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখা সম্ভব নয়।
পটিয়ার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ১ম বর্ষ (শিক্ষাবর্ষ ২০২৫–২৬) এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ছবকদান অনুষ্ঠান এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত ও বদলিকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গতকাল সোমবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সভাপতি আহমদুল হক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, জিবি সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, এম এ হাকিম, আবু ফারুকী, জসিম উদ্দীন ও মফিজুর রহমান, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, খলিল–মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উদ্দিন, মেহেরআটি হযরত নুরুদ্দিন শাহ্ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, কৈয়গ্রাম মাদ্রাসার সুপার মাওলানা আহমদ কবির রেজভী, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম ছিদ্দিক, খলিলুর রহমান মহিলা কলেজের সভাপতি মো. ফোরকান, এস এম নাছিমা বেগম মাদ্রাসার সুপার মাওলানা ইরফানুল করিম সিদ্দিকী, খলিল–মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বোরহান উদ্দিন ও উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আনচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হোছাইন আহমদ। এর আগে খলিলুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদ্রাসায় আল ফাতেমা পাঠাগার উদ্বোধন করেন।