ধর্মীয় চেতনা ধারণের মাধ্যমে জীবনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে

প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে জয়পতাকা স্বামী

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) পরিচালকমণ্ডলীর অন্যতম জিবিসি জয়পতাকা স্বামী বলছেন, ধর্মীয় চেতনা ধারণ করে জীবনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীশ্রী রাধাকুঞ্জবিহারী, ললিতা বিশাখা ও গৌর নিতাই শ্রীবিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান আশীর্বাদকের বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের পূজার্চনা ও যাজ্ঞিক অনুষ্ঠান সম্পাদনের জন্য দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণ ও বৈষ্ণব এসেছেন।

বৃহস্পতিবার বিষ্ণু যজ্ঞ, দাতা সম্মেলন, অধিবাস, ভজন কীর্তন, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ, ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ভক্তিবিনয় স্বামী মহারাজ, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, শ্রীপাদ নাড়ুগোপাল প্রভু, চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বরফ চাপায় শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে ভুট্টো হত্যার বিচার দাবি