ধর্মীয় ইস্যুতে উগ্র রাজনীতি চর্চার দরকার নেই : শিক্ষা উপমন্ত্রী

কওমী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকাল ধরে অবহেলিত কওমী মাদ্রাসার উন্নয়নে ও আধুনিকায়নে অত্যন্ত আন্তরিক। সুদীর্ঘকাল থেকে অধিকার বঞ্চিত কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জাতির মূল ধারায় ফিরিয়ে আনা এবং কওমী সনদের সরকারি স্বীকৃতি আদায় ও সরকারি চাকুরিতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।

 

’ তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই যেখানে ধর্মীয় ইস্যুতে বরাবরই সংবেদনশীল সেখানে উগ্র রাজনীতি চর্চা ও আন্দোলন সংগ্রামের কোনো দরকার নেই। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড-‘বেফাক’ এর মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নসীম নদভীর নেতৃত্বে শীর্ষস্থানীয় কওমী স্কলার এবং কওমী শিক্ষা বোর্ড সমূহের নেতৃবৃন্দের সাথে সৌজন্য বৈঠকে শিক্ষা উপমন্ত্রী এ সব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীও উপস্থিত ছিলেন। বৈঠকে উপমন্ত্রী কওমী নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে চুরি হওয়া শিশু চারবার হাতবদল, বেচাকেনা তিনবার
পরবর্তী নিবন্ধসাকিবের উত্তরে বইমেলার আসল সুর