ধর্মীয় অনুশাসন মেনে চললে সুনাগরিক হওয়া সম্ভব

আমিলাইষ মাদরাসায় বার্ষিক সভায় আবু সুফিয়ান

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া আমিলাইষ আদর্শ মাদরাসার ৩৯তম বার্ষিক সভা সমপ্রতি মাদরাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান। বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন ৫নং আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হানিফ, সাবেক চেয়ারম্যান সারোয়ার উদ্দীন চৌধুরী, ৫নং আমিলাইশ ইউনিয়ন আ.লীগের সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, আমিলাইষ আদর্শ দাখিল মাদরাসার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ সওদাগর, সমাজসেবক সরওয়ার কামাল, মো. কামরুজ্জামান।

এতে বিশেষ ওয়ায়েজ করেন চন্দনাইশ সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাগিচারহা জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দীন সিদ্দিকী, সাতকানিয়া পুর্ব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা ইউনুস বাহারী, আমিলাইষ আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা কাউসার আলম। সভায় প্রধান অতিথি বলেন, ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে আদর্শ নাগরিক হতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তি প্রতিষ্ঠায় যুগ যুগ ভূমিকা পালন করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশামীম ওসমানের মাথায় হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনুরুল আলম চৌধুরী ছিলেন প্রজ্ঞাবান সফল রাজনীতিবিদ