চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়। তিনি গত শুক্রবার বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদ কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে আয়োজিত অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী ও পুলিশ কর্মকর্তা প্রভাষ ধর। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিক। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন গীতা স্কুলের শিক্ষার্থীরা। বাগীশিক ফটিকছড়ি সংসদের নির্বাহী সদস্য পার্থ ঘোষের সঞ্চালনায় ও সজল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী ও অভয়ানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি প্রীতম চৌধুরী, চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক শিবু দাশ, বাসু চৌধুরী, নাজিরহাট পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কান্তি রায়, প্রিয়রঞ্জন ভট্টাচার্য্য, ডা. অজিত দে সুজন, আদিত্য দাশ সৈকত, ডা. এস.কে রায় নান্টু, মানস চক্রবর্তী, লায়ন ডা. বরুন কুমার আচার্য্য, অ্যাড. জুয়েল চক্রবর্তী, প্রিয়াশীষ চক্রবর্তী, রাসকিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবুল দেব, আদিত্য সৈকত, অমর দে, জয়ন্ত দাশ জকি, মিন্টু নমঃ, ধনঞ্জয় দেবনাথ, শ্রীবাস বৈষ্ণব, অমিত ভৌমিক সৈকত, নান্টু দাশ, ছোটন শীল, সনজিত দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।