ধর্মসেন মহাস্থবিররা কর্মের মাঝে অমর হয়ে থাকবেন

পটিয়ায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ড. ধর্মসেন মহাস্থবিররা মানবতার কল্যাণে কাজ করে অমর হয়ে থাকবেন। তিনি আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি থাইল্যান্ড ও দিল্লি থেকে সম্মানজনক উপাধি অর্জন করেছেন। যা সারাদেশের জন্য গৌরবের। এধরনের একজন মানুষকে হারিয়ে আমরা মর্মাহত। আমরা তাঁর আত্মার সদগতি কামনা করছি। তিনি বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ঊনাইনপুরা লংকারাম বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধদের অন্যতম সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের মহাপ্রয়াণে শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী, সাংসদ আবু রেজা মো. নদভী, ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহমদ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভুষণ বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ আত্মসাতে ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধআগুন নিয়ে খেলতে গিয়ে রাউজানে দগ্ধ শিশুর মৃত্যু