যুগে যুগে মহামানবরা আবির্ভূত হন শান্তি প্রতিষ্ঠার জন্য

ধর্মসম্মেলনে ড. অনুপম সেন

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, যুগে যুগে মহামানবরা পৃথিবীতে আবির্ভূত হন সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য। তাঁরা মানবতাকে প্রতিষ্ঠা করে মানুষে মানুষে সৌভ্রাত্বের বন্ধন রচনা করেন। যুগপুরুষ লোকনাথ ব্রহ্মচারীও এসেছেন সত্য, সুন্দর ও মঙ্গলের বার্তা নিয়ে। তিনি মানবতার কল্যাণে সর্বধর্মের ভ্রাতৃত্বের সন্ধানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি গত ৮ সেপ্টেম্বর চাক্তাই লোকনাথ ধামের উদ্যোগে ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব উৎসব ও ধামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ ধাম পরিচালনা পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মান্না বিশ্বাস। কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ। প্রধান বক্তা ছিলেন চবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। বক্তব্য রাখেন মিলন কান্তি দাশ, বিশ্বজিত বিশ্বাস, স্বপন কুমার সাহা, সপু কুমার দাশ।

উপস্থিত ছিলেন বাবুল সেন, আশুতোষ সরকার, দোলন মহাজন, কাঞ্চন দত্ত, বাদল মল্লিক, আনন্দ দাশ, অসীম কুমার সাহা, শান্ত দাশগুপ্ত, অজয় দত্ত, কৃপা সিন্ধু নাথ, কিশোর সেন, পংকজ দাশ, মিঠু মহাজন, লিটন আইচ, সুজিত সেন, বিশ্বজিত মল্লিক, সমীর দাশ, রূপম সেন, অলক চক্রবর্ত্তী, সজল মজুমদার, রবি বিশ্বাস, রঞ্জিত দাশ, মিলন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামাতের যে কোন নৈরাজ্য রাজপথে মোকাবেলা করা হবে
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে