চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ধর্ম চর্চার জন্য মসজিদ অন্যতম স্থান। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য মসজিদের গুরুত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি, ধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ সকলে ধর্মপ্রাণ হলে এতে শান্তির সুবাতাস বয়ে যাবে। পূবালি ব্যাংক পিএলসির সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ‘শীতাতপ নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন’ কার্যক্রম শেষে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও চবি আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও উপ–মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ, হাটহাজারী শাখা প্রধান শওকত–উর– রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ–শাখা প্রধান রেদওয়ানুল করিম, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।












