ফটিকছড়ি উপজেলার মধ্যম ধর্মপুর হোসাইনীয়া কিশোর সংঘের টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল গত বৃহস্পতিবার ধর্মপুর ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় আজাদী বাজার ক্রিকেট একাদশ দুই রানে আল ইত্তেহাদ ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সংগঠক এস এম শাহজাহান ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি এম শফিকুল মুনছুর। বিশেষ অতিথি ছিলেন মাষ্টার একরাম উল্লাহ, মেম্বার লোকমান হাকিম বাবু, যুবলীগ নেতা এম শহীদুল্লাহ, নজরুল ইসলাম জিকু, মুহাম্মদ আজম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরষ্কার বিতরন করেন।