ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ১৮নং ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে গত শনিবার। ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশীদ। বক্তব্য রাখেন ধর্মপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলমগীর, মুহাম্মদ মাসুদ পারভেজ, মফিজুল আলম, মোহাম্মদ ইয়াছিন, নূরুল হুদা, আবছার সওদাগর, আবু বকর কাঞ্চন, রেজাউল করিম লিটন, আবু তালেব, তপন ধর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকাশ, জিয়াউল হক জিয়া, তৌহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় ধর্মপুর ৮নং ওয়ার্ড ৫-৩ গোলে ৩নং ওয়ার্ড কে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.১০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশিপ