ধর্মনিরপেক্ষতা ও জামায়াত নিয়ে টুকুর বক্তব্য দলের নয় : বিএনপি

চীনের অবস্থানে অসন্তোষ

আজাদী ডেস্ক | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বিএনপি একটি ধর্মনিরপেক্ষ দল, জামায়াতের সঙ্গে জোট অতীতইত্যাদি মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তা বিএনপির অবস্থান নয় জানিয়ে বিবৃতি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ৮ নভেম্বর দ্য হিন্দুতে সাক্ষাৎকার প্রকাশের তৃতীয় দিন গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান দলটির মুখপাত্র।

রিজভী বলেন, সম্প্রতি ভারতীয় একটি ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেক্যুলারিজম (ধর্মনিরপেক্ষতা), পলিটিক্যাল ইসলাম (রাজনৈতিক ইসলাম) সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব। এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। খবর বিডিনিউজের।

বিবৃতিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বিএনপির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি। এ বিষয়ে মন্তব্য জানতে টুকুর ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের অবস্থান সম্পর্কে জানেন না দলের অন্য নেতারাও। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে তাকে দেখা যায়নি।

চীনের অবস্থানে অসন্তোষ : সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে চীনের অবস্থানে অসন্তোষ জানিয়ে বিএনপি দাবি করেছে, এটি জনগণের ইচ্ছা বা আকাক্সক্ষার প্রতিফলন নয়। নির্বাচিত সরকারের অধীনে ভোটের ব্যবস্থা ফিরিয়ে আনার সংশোধনীটিকে বিতর্কিত আখ্যা দিয়ে দলটি বলেছে, বিএনপি সেই সংবিধান মেনে চলে যেটি জনগণ দ্বারা অনুমোদিত ও গৃহীত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বক্তব্য আসার দুদিন পর গতকাল বিএনপির অবস্থান তুলে ধরে রুহুল কবির রিজভী বিবৃতি দেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে চালু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস
পরবর্তী নিবন্ধআজ শ্যামা পূজা ও দীপাবলী