ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে : মেয়র

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করতে সহায়তা করে। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল শনিবার সৎসঙ্গ সরণি বাকলিয়ায় বড়মার ১২৯তম আবির্ভাব দিবস ও সৎসঙ্গ বিহার চট্টগ্রামের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্যে একথা বলেন।
তিমির কান্তি সেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, লুৎফুন্নেছা দোভাষ বেবী, সুমন দাশ। উপস্থিত ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, পরিমল দত্ত প্রমুখ।
শেষে মেয়র ফ্রি চিকিৎসা সেবা, বৃক্ষ রোপন কার্যক্রম ও পাঠশালা পরিদর্শনে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু