ধনী বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঘোষিত গোল্ডেন ভিসা স্কিম বাতিল করেছে অস্ট্রেলিয়া। ভিসা পদ্ধতির আওতায় বিনিয়োগকারীরা অস্ট্রেলিয়ায় বসবাসের অধিকার পেতেন। বিবিসি জানায়, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য স্কিম চালু করা হলেও অস্ট্রেলিয়া সরকার এখন দেখছে এ থেকে আর্থিকভাবে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতেই অভিবাসন প্রক্রিয়া ঢেলে সাজানোর আওতায় বাতিল করা হল গোল্ডেন ভিসা স্কিম। খবর বিডিনিউজের।
গোল্ডেন ভিসাকে দুর্নীতিবাজ কর্মকর্তারা অস্ট্রেলিয়ায় অবৈধ তহবিল পাচারে কাজে লাগাচ্ছেন বলে দীর্ঘদিন ধরেই যুক্তি দেখিয়ে আসছেন স্কিমের সমালোচকরা। এবার স্কিমের জায়গায় আরও দক্ষ কর্মীদের ভিসা দেওয়ার স্কিম চালু করা হবে। গোল্ডেন ভিসা পদ্ধতির আওতায় ২০১২ সাল থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীর ভিসা দেওয়া হয়েছে। সরকারের তথ্যমতে, তাদের ৮৫ শতাংশ সফল আবেদনকারী এসেছেন চীন থেকে। বিদেশি বিনিয়োগ এবং উদ্ভাবন বাড়াতে এই ভিসা দেওয়া হয়েছিল। ভিসা পাওয়ার যোগ্যতা হিসেবে প্রার্থীদের অস্ট্রেলিয়ায় ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার বা ৩৩ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে হয়েছে।