ধনিয়ালাপাড়া বন্ধু মহল আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উদ্বোধক ছিলেন মাহফুজ ক্লিয়ারিংস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, মোহাম্মদ রিয়াদ খান, মো. আলী সর্দার, সহ–সভাপতি নেজামত আলী সর্দার, সিরাজুল ইসলাম, সুলতান মাহমুদ খান সুমন, মোহাম্মদ মহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।