নগরে রাস্তা ও ফুটপাতে মালামাল রাখায় তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল ধনিয়ালাপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, ধনিয়ালাপাড়া এলাকায় ডিটি রোডের ফুটপাত ও রাস্তার উপর গাড়ির পুরাতন ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ রেখে ব্যবসা করার প্রমাণ পায় আদালত। মালামাল রেখে পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।