দ. আফ্রিকায় জি ২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় চলতি নভেম্বরের শেষ দিকে হতে যাওয়া জি২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত থাকবেন না। খবর বিডিনিউজের। দক্ষিণ আফ্রিকায় তার কথিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে থাকায় দেশটিতে মার্কিন কর্মকর্তারা যাবেন না বলে শুক্রবার জানিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেছে আর তারা মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ প্রত্যাখ্যানও করেছে। ট্রাম্প অভিযোগ করে বলেছেন, কৃষ্ণকায় সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ আফ্রিকায় শ্বেত আফ্রিকানরা জাতিগতভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এটি পুরোপুরি লজ্জাজনক। আফ্রিকানার্সরা (ইউরোপীয় বসতি স্থাপনকারীদের বংশধর) নিহত হচ্ছেন ও তাদের হত্যা করা হচ্ছে, পাশাপাশি তাদের ভূমি ও খামার অবৈধভাবে বাজেয়াপ্তও করা হচ্ছে। তিনি বলেছেন, এই মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা (জি২০ সম্মেলনে) উপস্থিত থাকবেন না। ২০২৬ সালের জি২০ সম্মেলন ফ্লোরিডার মিয়ামিতে আয়োজনের জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি! আগামী ২২ ও ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্বের প্রধান অর্থনীতিগুলির ফোরাম গ্রুপ অব টোয়েন্টি (জি২০) এর সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জি২০র নেতারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিত সম্পর্কে জ্ঞাত এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ভ্যান্স জোহানেসবার্গে যাচ্ছেন না। ট্রাম্প দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ ভূমি নীতি থেকে শুরু করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মতো বৈদেশিক নীতিগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তি আলোচনা ভেঙে পড়লেও বহাল আছে যুদ্ধবিরতি
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হার বাংলাদেশের