খুলনায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ উইকেটে হেরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে যুবারা ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটির দৈর্ঘ্য কমে আসে ৪৮ ওভারে। নির্ধারিত ওভারে ২৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রোটিয়া যুবাদের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ২৪১ রান। মাঝারি মানের এই লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ১২৫ রান সংগ্রহ করে প্রোটিয়া দুই ওপেনার। এই ধারা ধরে রাখেন দলের বাকি ব্যাটাররাও। শেষ পর্যন্ত ৫ বল আগে ৬ উইকেট হারিয়ে দলের জয় নিশ্চিত করে সফরকারী দল। বাংলাদেশের বোলারদের মধ্যে আরিফুল ইসলাম, মাহফিজুর ইসলাম রাব্বি দুটি করে উইকেট নিয়েছেন। রাফিউজ্জামান রাফি ও মোহাম্মদ শিহাব একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফিজুর রহমান রাব্বি ছাড়া কেউ ভালো করতে পারেননি। নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের যুবাদের সংগ্রহ দাঁড়ায় ২৪১ রান। রিজয়ানের ব্যাট থেকে ৭৭ এবং রাব্বির ব্যাট থেকে আসে ৭৩ রানের ইনিংস।