নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনালের টিকিট পেয়ে যেতো দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আরও একবার চমক দেখাল ডাচরা। প্রোটিয়াদের হারিয়ে দিল দলটি। ফলে টেম্বা বাভুমাদের শেষ চারে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। আর প্রোটিয়াদের হারে শেষ চারের সমীকরণ সহজ হয়ে গেল বাংলাদেশের জন্য।
টি-টোয়েন্টি ব্শ্বিকাপের সুপার টুয়েলভ পর্বে রবিবার দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারনল্যান্ডস। অ্যাডিলেডে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৫ রানে আটকে যায় প্রোটিয়াদের ইনিংস।
একই ভেন্যুতে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করছে পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে যে দল জিতবে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে। অর্থাৎ বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে খেলার।