ছাত্ররাই দেশের সম্পদ। কেননা তারাই একদিন এই বাংলাদেশকে উন্নতির শিখরে আরোহণ করাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশের অধিকাংশ স্কুল–কলেজ রাস্তার পাশে নির্মাণ করা হয়। রাস্তায় যানবাহন চলাচলের সময় হর্নের তীব্র শব্দে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে মনোযোগ হারিয়ে ফেলে। এতে শিক্ষার্থীদের পরবর্তী লাইন পড়ার সময় মস্তিষ্কে একটু বেশি চাপ পড়ে। মনোযোগ হারিয়ে গেলে পড়াশোনা বুঝতে অসুবিধা হয়। ফলে মস্তিষ্ক অলস হয়ে পড়ে। পড়াশোনা বুঝতে না পারলে মুখস্থ করতে হয়। কিন্তু মুখস্থবিদ্যা সৃজনশীলের কোনো কাজেই আসে না। সৃজন শব্দের অর্থই হলো সৃষ্টি। শিক্ষার্থীরা যদি পড়াশোনা বুঝতে অক্ষম হয়, তাহলে তাদের সৃষ্টিশীল চেতনা উন্মোচন হবে কীভাবে? তাদের দ্বারা কীভাবে বাংলাদেশ উন্নতি সাধন করবে? তাই প্রতিটি মানুষ আর গাড়ি চালকের কাছে একান্ত অনুরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনর্থক হর্ন বাজাবেন না।