সাবেক হুইপ ও মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিবাদ, শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। তাই দেশবাসী আন্দেলনের মাধ্যমে দুর্নীতিবাজদের ক্ষমতা থেকে উৎখাত করেছে। আজ নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ। তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে থানা প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমীর হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।