ট্রেন আসার আগে লেভেল ক্রসিংয়ে বার নামানোর পরও মোটরসাইকেল চালক তা এড়িয়ে পার হওয়া চেষ্টা করতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
রাজধানী ঢাকার মগবাজার লেভেল ক্রসিংয়ে আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন। বিডিনিউজ
তিনি বলেন, “সন্ধ্যা ৭টার কিছু পরে কমলাপুর ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার ক্রসিং অতিক্রম করছিল। ঐ সময় রেল গেইটের বার নামানো হলেও মোটরসাইকেলটি তা পার হয়ে যাচ্ছিল। এসময় ট্রেনের ধাক্কায় দুই আরোহীই ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনের মৃত্যু ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর।”
দু’জনের মধ্যে একজনের নাম সুমন দাস (৪৮) বলে জানা গেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে একই সময়ে ক্যান্টনমেন্ট লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন এক বৃদ্ধ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট ক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের ৬০ বছর বয়সী ঐ ব্যক্তি চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন বলে জানান রেল কর্মকর্তারা।