দ্রুত মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা কামনা করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মামলার শুনানিতে অপ্রয়োজনীয় সময়ের আবেদন না করতেও আইনজীবীদের আহ্বান জানান তিনি।
গতকাল নগরীর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার এসকেএম তোফায়েল হাসান, জেলা জিপি নাজমুল আহসান খান আলমগীর, মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, সাক্ষী এসে যাতে ফেরত না যায় সংশ্লিষ্টদের বিষয়টি আন্তরিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। অর্থঋণ আদালতের সংখ্যা বাড়ানোর আবেদন করেছি আমরা। এ বিষয়ে তিনি আমাদের আশ্বস্ত করেন। বিকল্প বিরোধ নিষ্পত্তিকে প্রাধান্য দিতেও পরামর্শ দেন প্রধান বিচারপতি।
আদালত সূত্র জানায়, গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি সপরিবারে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় সফর করেন।