দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে

সাতকানিয়ায় বিএনপির কর্মীসভা

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নে সুইপোড়া রূপনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গত রোববার বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামী রাষ্ট্র বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও জাতি যতবারই সংকটে পড়েছে, ততবারই জিয়া পরিবার সংকট উত্তরণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিগত ১৭ বছরে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী মামলাহামলা, খুন, গুম ও বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিএনপির দীর্ঘ ত্যাগের পটভূমিতে জুলাইআগস্ট ছাত্রজনতা গণঅভ্যুত্থানের চারশত এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু বিএনপির দীর্ঘ ত্যাগের পরও কিছু ষড়যন্ত্রকারী বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাজী রফিকুল আলম, লোকমান হাকিম মানিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজম্মেল হক, সহসভাপতি মোহাম্মদ শফি, মো. ইলিয়াস, মোহাম্মদ ফিরোজ, মুজিবুর রহমান, লোকমান হাকিম মোক্তার, আব্দুর রশীদ মাতব্বর, আমির সেলিম, মীম নাছির, জাহেদুল ইসলাম, সেলিম বাংলা, মুন্সি সওদাগর, নাছির উদ্দিন, আব্দুল মজিদ, সোহাগ, ইমতিয়াজ শুভ, হাসান, আরিফ, তারেকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

চরতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় লোকমান হাকিম মোক্তারের সঞ্চালনায় এবং মঞ্জুর সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই দফা জানাজা শেষে চির নিদ্রায় শায়িত প্রবীর মিত্র
পরবর্তী নিবন্ধনগরীর বিভিন্ন পয়েন্টে চিটাগাং চেম্বারের শীতবস্ত্র বিতরণ