দ্রুত ও স্বচ্ছ তদন্ত চান জামায়াতের আমির

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি এ ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। গতকাল শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে জামায়াতের আমির বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। খবর বিডিনিউজের।

শফিকুর রহমান লিখেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযানের আহ্বান এনসিপির
পরবর্তী নিবন্ধভোটের পরিবেশ বানচালের নীলনকশা, বলছে বিএনপি