দ্রুততম লাইলসকে পেছনে ফেলে ২০০ মিটারে সেরা টেবোগো

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের নোয়াহ লেইলসের সঙ্গে পেরে ওঠেননি বতসোয়ানার স্প্রিন্টার লেটসিলে টেবোগো। কিন্তু ২০০ মিটারে এসে সেই হতাশা ভুললেন এই অ্যাথলেট। দৌড় শেষ হতেই দুই হাতে নিজের বুক চাপড়ে উদযাপনে মাতলেন লেটসিলে টেবোগো। এমন বুনে উল্লাস অবশ্য তাকেই মানায়। কেননা প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জয়ের অনির্বচনীয় স্বাদ পেয়েছেন বতসোয়ানার এই ২১ বছর বয়সী অ্যাথলেট। এর আগে তিনি অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা ও ব্রোঞ্জ পেয়েছেন। আফ্রিকান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে পেয়েছিলেন সোনা। তবে অলিম্পিকে সোনার হাসি এই প্রথম। স্তাদে দে ফ্রান্সে ২০০ মিটার স্প্রিন্টে ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন টেবোগো।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যালঘু ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধতিন বিভাগে অলিম্পিক রেকর্ড গড়ে শিফাংয়ের সোনা জয়