চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অধিভুক্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র–ছাত্রীরা অংশ নেয়। মহানগর পূর্ব, মহানগর পশ্চিম, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার বাছাইকৃত ৮ অঞ্চলের ১৩০ জন প্রতিযোগি মোট ৯টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ১০০ মিটার দৌড়। ছাত্রদের এই ইভেন্টে প্রথম হয়েছেন কুতুবদিয়া কলেজের মনির উদ্দিন। ছাত্রীদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন খাগড়াছড়ি সরকারি কলেজের কুশলী দেওয়ান। সব ইভেন্ট শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনু আরা বেগম ও উপাধ্যক্ষ প্রফেসর সারাহ পারীন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. নঈমুদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজা খান হেলালী ও উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লা আল মামুন চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরাফত হোসেন, পটিয়ার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক। এর আগে সকাল ৯টায় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনী করে সিলভার বেলস স্কুলের ছাত্রীরা।
ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. সরওয়ার আলম চৌধুরী।










