দ্রুতগতির ডাম্প ট্রাকের ধাক্কা, প্রাণ গেল বাইক আরোহী যুবকের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার বিওসি মোড় এলাকায় দ্রুতগতির ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তার নাম মোহাম্মদ সম্রাট (২২)। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। নিহত আরোহী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

জানা যায়, সম্রাট মোটরসাইকেল চালিয়ে দোহাজারীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি কাটগড় বিওসি মোড়স্থ দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সম্রাট ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুছড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক ডাম্প ট্রাকটি জব্দ করে। তবে ডাম্প ট্রাক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ৫ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধদোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা