চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকাগামী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. তাওসিফ আলম ওয়ালিদ (২০ মাস) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
২৬ জুলাই (শনিবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাজির পাড়া রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুটি বড়হাতিয়া ইউনিয়নের আমতলি এনায়েত পাড়া গ্রামের শাহ আলমের পুত্র। জানা যায়, কিছুদিন আগে চুনতি নানার বাড়ীতে মা’র সঙ্গে বেড়াতে এসেছিল। খেলার ছলে হাটতে হাটতে রেললাইনে দ্রুত গতির ট্রেন শিশুটিকে ধাক্কা দেয়, সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া রেলস্টশনের সহকারী স্টেশন মাষ্টার লোকমান হাকিম জানান, ঐ সময়ে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এক শিশু নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
অবুঝ শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবারে এবং নানার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে পরিারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।