দ্রব্যমূল্য সহনশীল করতে না পারলে পদত্যাগ করুন

সিপিবি বহদ্দারহাট শাখার সম্মেলনে নেতৃবৃন্দ

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানার অধীন বহদ্দারহাট শাখার সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, একতরফা নির্বাচনে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সিন্ডিকেটের কারসাজি বহাল রেখে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পেঁয়াজ, তেল, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনা দেখাতে সরকার ব্যর্থ। দলীয়করণের মধ্য দিয়ে একতরফা ক্ষমতার জন্যে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। কমিউনিস্ট নেতারা সাম্রাজ্যবাদী শক্তির যে কোনো হস্তক্ষেপকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বিকেল তিনটায় বাদুরতলাস্থ অস্থায়ী কার্যালয়ে মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ প্রমুখের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ ও দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন থানা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ, প্রদীপ সরকার, আলাউদ্দিন লাভলু প্রমুখ। গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তসমূহ গৃহীত হওয়ার পর সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মহসিনকে সিপিবি বহদ্দারহাট শাখার সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান আরা বেগম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩টি বেহুন্দি ও ১০ হাজার মিটার চড়ঘেরা জাল জব্দ