দ্রব্যমূল্য রোধ, বিদ্যুৎ পানি গ্যাস সুবিধা নিশ্চিত করার দাবি

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানে সিয়াম-সাধনার মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের সুবিধার্থে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, যানজট নিরসন, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক।
গতকাল বুধবার তিনি বলেন, প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কিন্তু একটি দুষ্টচক্র কখনো তেলের বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, কখনো চিনির দাম বৃদ্ধি করে অসৎ উপায় অবলম্বন করছে, কখনো বিভিন্ন জিনিসপত্রের দাম লাগামহীন বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সারা দেশে পরিবার কার্ডের মাধ্যমে এক কোটি মানুষকে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। তিনি হোটেল রেস্তোরাঁয় ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্রদের মাঝে সেহেরী ও ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধখালে ময়লা-আবর্জনা ফেললে শাস্তির আওতায় আনা হবে