বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ–বিলসের চলমান কার্যক্রমের অংশ হিসাবে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও প্যালেইস্টাইনে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিলস যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক সদস্য অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও টিইউসির ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা টিইউসি সভাপতি তপন দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিলস–এলআরএসসি পরিচালনা কমিটির চেয়ারম্যান এ এম নাজিমউদ্দিন। বক্তব্য রাখেন শ ম জামালউদ্দিন, সৈয়দ আহমেদ বাদল, কে এম শহীদুল্লাহ্, আবু আহমেদ, জাহেদউদ্দিন শাহীন, শাহেনেওয়াজ চৌধুরী, শাহানা বেগম, মো. আলী, নাজমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের অপ্রতুলতা, শ্রমিকদের স্বল্প মজুরি, তৈরি পোশাক শিল্পসহ কিছু কিছু সেক্টর শ্রমিকদের চাকরি হারানোর ঘটনা একদিকে যেমন শ্রমিকদের আশংকিত করছে, তেমনি বাড়িভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধি তাদেরকে আরো অসহায় করে ফেলেছে। বক্তারা অবিলম্বে দ্রব্রমূল্য ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রন এবং শ্রমজীবী জনগোষ্টীর জন্য রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি দাবি জানান। বক্তারা প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বর্বরতায় নারী–শিশু–শ্রমজীবীসহ সাধারণ জনগণের প্রাণহানি ও দেশের সম্পদ ধ্বংসের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।