দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মৈত্রীর মানববন্ধন

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর নতুন রেল স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বাজারে খাদ্য দ্রব্যসহ নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। করোনাকালে বিধি-নিষেধের ফলে একদিকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর ও গরিব মানুষের বড় একটি অংশ আয় রোজগার হারিয়েছে। অন্যদিকে চাল, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। সরকার সংশ্লিষ্ট মহলগুলো জিনিসপত্রের দাম পর্যবেক্ষণ করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে। এ সময় দেশ যাতে অস্থিতিশীল না হয় সেজন্য চাল, তেল, গ্যাসসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়ার সঞ্জালনায় মানবন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোহাম্মদ মহসিন, বক্তব্য রাখেন পারভেজ রায়হান, নুরুদ্দিন বাহার টিটু ও সঞ্জয় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টিআইসিতে তির্যকের আয়োজন
পরবর্তী নিবন্ধগণ্ডামারায় সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ