দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশে দ্রব্যজাতের মূল্যের উন্নতি হচ্ছে। কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না।তাহলে দেশের মানুষের মনের পরিবর্তন কিভাবে হবে? আজ তেলের দাম থেকে শুরু করে তরিতরকারির দামও লাগামহীনভাবে বাড়ছে।একটা দেশে দ্রব্যসামগ্রীর দাম তখনই বাড়ানো যায় যখন মানুষের আয়ের উন্নতি হবে। যেমন :- একজন লোক মাসে ১৫০০০ টাকা বেতন পায়। তখন ধরুন তেলের দাম প্রতি কেজি ১০০ টাকা,যা তার জন্য অনেকটাই সহজলভ্য। আবার মনে করেন ২ বছর পর ঐ লোকের বেতন ১৫০০০ টাকা আর তখন তেলের দাম ১২৫ টাকা তাহলে কি তারজন্য এটি সুফল বয়ে আনে? তেল মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া একধরনের জুলুম। এতে লানত পড়ে। এটা কর্মকতাদের দেখতে হবে। এখানে একটা বিষয় আছে…প্রতিটি মালিক বা তাদের অধীনস্থদের বেতন বৃদ্ধি করতে হবে। না হলে তারা দ্রব্যমূল্যের উর্ধগতিতে নেতিয়ে পড়বে। এখানে সব শ্রেণীর কথা বলছি না। বিত্তশালী আর গরিবরা সচরাচর সুবিধা পেয়ে থাকে। সমাজের গণ্যমান্য এগিয়ে আসে। এগিয়ে আসে সরকারও।তবে শুধু গরীবদের দেখলে হবে না। দেশের সর্বাধিক মানুষ মধ্যবিত্তের কাতারে। আজ তারা নিতান্ত অসহায়। তাদের দেখার কি কেউ নেই? সংশ্লিষ্টদের সহায়তা কামনা করছি।

তারেক আল মুনতাছির
শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ
ওমরগণি এম.ই.এস কলেজ,চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅন্নদাশঙ্কর রায় : বাংলা সাহিত্যের এক আলোকস্তম্ভ
পরবর্তী নিবন্ধথাকতে হবে সহিষ্ণু মনোভাবে