দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : ডা. শাহাদাত

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে বিএনপি সাধারণ মানুষের পাশে থাকে। সেই সময় টেকসই অর্থনীতির কারণে অর্থনীতি চাঙা ছিল। জনগণের এমন দুরাবস্থা ছিল না। বর্তমানে টিসিবির গাড়ির পিছনে ছুটছে সাধারণ জনগণ। সবকিছু এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট হিল শাখার উদ্যোগে চট্টগ্রাম বারে নবনির্বাচিত আইনজীবী সদস্যদের সংবর্ধনা ও ডিডিআরসি প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট হিল শাখার আহবায়ক এডভোকেট মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব এডভোকেট আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. সারোয়ার আলম, এডভোকেট এম আনোয়ার হোসেন, নাজমুল হাসান হোসেন, নাসির উদ্দিন আহমেদ রনি, মোরশেদ আলম, ইউসুফ আলম মাসুদ, মাহাতাব হাসান পাভেল, সানজিক আক্তার, মনজুর হোসেন, মোহাম্মদ ইসলাম, সাইফুদ্দিন, মো. আলমগীর, আমিনুল কামাল, তৌহিদুল ইসলাম, বিলকিস আরা মিতু, আব্দুল আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনগামী বে ওয়ান জাহাজের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
পরবর্তী নিবন্ধধর্মীয় শিক্ষা মানুষকে বিনয়ী ও মানবতাবাদী হতে শিক্ষা দেয়