দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মাত্রাতিরিক্ত হারে বেড়েই চলেছে। ফলে জন জীবন হচ্ছে দুঃখ ও ভোগান্তির শিকার। ক্রমাগত পণ্যমূল্য বৃদ্ধি জন জীবনে অসন্তোষ, ক্রোধ ও বিদ্বেষ পঞ্জিভূত করে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সঙ্গতি থাকে না। সংখ্যাগরিষ্ঠ ভাগ্যহত মানুষকে দ্রব্যের বাড়তি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে গিয়ে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করতে হয়। এমনকি তাদের সংসারের অত্যাবশ্যকীয় জিনিসের প্রয়োজনীয় ব্যয়ের খাতি ও উপেক্ষা করতে হয়। এতে সংসারে দুঃখ-দুর্দশা বৃদ্ধি পায়। শোচনীয় অভাব আর দুঃসহ দারিদ্রের কষাঘাতে মানুষ মরিয়া হয়ে ওঠে। সীমাবদ্ধ ক্রয়শক্তি নিয়ে দ্রব্যসামগ্রীর বাজারে সাধারণ মানুষ আজ কোণঠাসা, দিশেহারা, উদভ্রান্ত। তাই সর্বোপরি সরকার এবং সকল ব্যবসায়ী মহলের প্রতি বিনীত আবেদন দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সুমন আচার্য
দামপাড়া, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধরমেশ শীল : কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী
পরবর্তী নিবন্ধনারী আমি- তোমার গর্ভধারিণী