দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই প্রশাসনের তদারকি

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দিন যত যাচ্ছে বাজার নিয়ন্ত্রণ ততই অস্বাভাবিক হচ্ছে। নানান অযুহাত দেখিয়ে দ্রব্যমূল্য মাত্র কয়েকদিনের ব্যবধানে অনেকটাই বেড়েছে। কিছু অসাধু চক্রের হাতে জিম্মি ভোক্তাগণ। অথচ এখন শীত মৌসুম। যে মৌসুমে মিলছে বহু তরতাজা শাকসবজি। তবুও কাঁচামালের মূল্য অভাবনীয় উর্ধ্বগতি। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের সাধারণ মানুষগুলো।

সরকার কর্তৃক দ্রব্যমূল্য নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও অসাধু ব্যবসায়ীচক্র দিনে দিনে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বাড়াচ্ছে। সবকিছুই যেন লাগামহীন। যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছে কাঁচামাল। অথচ দেড় মাস আগে সরকারআলু, পেঁয়াজ ও ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। মাসে একবার বিভিন্ন বাজারে প্রশাসন কর্তৃক মনিটরিং হলেও বাকী দিনগুলো নিজেদের সুবিধা মতো ক্রেতাদের কাছ থেকে উর্ধ্বমূলে দ্রব্য বিক্রি করছে। অধিক দামে বিক্রি করায় কিছু ব্যবসায়ীদের জরিমানা করলেও কিছুক্ষণ পর আবারও জরিমানা দেওয়ার অযুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিচ্ছে। বর্তমানে প্রতিকেজি আলু ৫০ টাকা এবং পেঁয়াজের দাম ১১০১২০ টাকায় দাঁড়িয়েছে। যা অল্প কিছুদিন আগেও ছিল আলু ৪৫৫০ টাকা এবং পেঁয়াজ ছিল ৯০১০০ টাকা। যা বেঁধে দেওয়া মূল্যের প্রায় দ্বিগুণ। প্রশাসনের মনিটরিং জোরদার ও জনসচেতনা বাড়ালেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব।

জি.বি.এম রুবেল আহম্মেদ

মাদারগঞ্জ,

জামালপুর।

পূর্ববর্তী নিবন্ধফ্রঁসোয়া বারোঁ অংল্যার : নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
পরবর্তী নিবন্ধহে ভালোবাসা আমাকে তোমার কাছেই রেখো