দ্রব্যমূল্য কমান মানুষের জীবন বাঁচান

সিপিবির সমাবেশে বক্তারা

| শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

অব্যাহত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতোয়ালী থানার উদ্যোগে আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দেওয়ান বাজার- আন্দরকিল্লা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুবনেতা রুপন কান্তি ধর, অভিজিৎ বড়ুয়া, টিকলু দে প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলসহ অব্যাহত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি-বেতনও বাড়েনি। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয় ক্ষমতাও নাগালের বাইরে চলে গেছে। অতি সত্বর দ্রব্যমূল্যের দাম কমান, অন্তত মানুষের জীবনটা বাঁচান। গণতন্ত্রহীনতার বিরুদ্ধে বামপন্থীদের শক্তিশালী করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির নাশকতা মোকাবেলায় যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা