মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার দলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্রের দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন। তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। সরকার দেশের জনগণের দুর্ভোগ-দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।
গতকাল মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন বুলু, খায়রুল আলম দিপু, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, জিয়াউর রহমান জিয়া, আলী মুর্তজা খান, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া প্রমুখ।এ উপলক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।