দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: সাধারণ মানুষ হতাশ

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বর্তমানে দেশের বাজার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, আর সাধারণ মানুষের মুখে হাসি ক্রমেই মলিন হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, সবজি, মাছ কিংবা মাংস কোনোটাই এখন আর আগের মতো নাগালের মধ্যে নেই। ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমছে, জীবনযাত্রার মান নিচে নেমে যাচ্ছে, আর সমাজে হতাশা বাড়ছে দিন দিন।

সরকার বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিলেও তা বাস্তবায়নে দুর্বলতা রয়ে গেছে, যার ফলেই প্রত্যাশিত পরিবর্তন আসছে না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। নিয়মিত বাজার মনিটরিং করতে হবে, মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি কৃষকদের জন্য উৎপাদনমুখী প্রণোদনা ও স্থানীয় শিল্পে উৎসাহ দেওয়া প্রয়োজন। এতে দেশীয় উৎপাদন বাড়বে, আমদানিনির্ভরতা কমবে, আর বাজারে ভারসাম্য ফিরে আসবে।

তবে শুধু সরকারের ওপর ভরসা করে বসে থাকলে হবে না। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। ব্যবসায়ীদেরও নৈতিকতার জায়গা থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মানসিকতা গড়ে তুলতে হবে।

সবশেষে বলা যায়, সরকারের কার্যকর পদক্ষেপ আর নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল আচরণ এই দুয়ের সমন্বয়েই দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব। অন্যথায় সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন ও অনিশ্চিত হয়ে পড়বে।

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

পূর্ববর্তী নিবন্ধফজিলতুন্নেসা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী
পরবর্তী নিবন্ধশব্দ দূষণ নয়, নীরবতাও বিপজ্জনক