দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণে জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে সমাজে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেত–খামার ও কল–কারখানায় খেটে খাওয়া শ্রমিক এবং নির্দিষ্ট আয়ের চাকরিজীবী মধ্যবিত্ত পরিবারের মানুষজন। আমাদের আশেপাশের নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর এখন ‘নুন আনতে পান্তা ফুরায়‘ অবস্থা। মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট, পণ্যের উপর শুল্ক বৃদ্ধি, চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা, ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি এবং উৎপাদন ঘাটতিসহ রয়েছে আরও অনেক কারণ। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরি। এছাড়াও বাজারের অস্থিতিশীলতা দূর করতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যথাযথ তদারকির মাধ্যমে সিন্ডিকেটের নামে যারা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে সরকাররের কার্যকর পদক্ষেপ কামনা করি।
নাজমুল হুদা
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়