দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা

তাঁতী দলের বিক্ষোভ সমাবেশে বক্কর

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দিশেহারা সাধারণ মানুষ, তারা এখন টিসিবির ট্রাকের পেছনে ছুটছে। সরকার যে বলছে, মধ্যম আয়ের দেশ আর মাথাপিছু আয় বেড়েছে- এটাই তার নমুনা। উন্নয়নের মহাসড়কে দেশের নমুনা আজকে আমরা টিসিবির ট্রাকের পিছনে দেখছি। টিসিবির গাড়ি থেকে কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিযোগিতা করতে গিয়ে জড়িয়ে পড়ছে মারামারিতে। এতে বুঝা যায় দেশের মানুষ আজ কতটা অসহায়। তিনি গতকাল মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দলীয় কার্যালয় মাঠে কেন্দ্রঘোষিত চট্টগ্রাম মহানগর তাঁতী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর তাঁতী দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু। বক্তব্য রাখেন মনজুর রহমান চৌধুরী, জাকির হোসেন, মো. সিদ্দীক, একেএম পেয়ারু, মো. ইদ্রিস আলী, আবু মুছা, আসাদুর রহমান টিপু, আবু সৈয়দ কালু, আবুল কাশেম, জাহেদ আনসারী, নেছার আহমদ, দাউদ ইসলাম ইদু, মোহাম্মদ হারুন, সেলিম হাফেজ, সরোয়ার জামাল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, আবদুল হক স্বপন, রাকিবুল হাসান টিটু, জামাল উদ্দিন, সালউদ্দিন, নূর মোহাম্মদ, আল আমিন, আবদুল মোতালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস এ এম রফিকুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন