চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, সরকারের উন্নয়নের জোয়ারে তাদের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীরা ভাসলেও, দেশের মানুষ ডুবে মরছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা ঘরে ঘরে মামলা দিয়েছে। তেল, চাল-ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অবিশ্বাস্য মাত্রায় বাড়ার কারণে সাধারণ মানুষের আজ কষ্টের সীমা নেই।
গতকাল সোমবার ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী নিজামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. বকতেয়ার, গিয়াসউদ্দিন ভুইয়া, মুহাম্মদ হাসান লিটন, হাজী ইলিয়াস শেকু, হাজী আবুল বাশার, হাজী নাছির উদ্দিন, হাজী আইয়ুব, আফিল উদ্দিন আহম্মেদ, জানে আলম, ফজল আজিম মাসুম, ফরিদুল আলম, আবু বক্কর, ইলিয়াস আলী, ম. হামিদ, গোলজার হোসেন।
মো. ইসকান্দর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকতার হোসেন, জামাল উদ্দিন, আবু বক্কর রাজু, সাজিদ হাসান রনি, মনছুর আলম, মো. নুর নবী, মো. আলম, মো. রেজওয়ান, আলমগীর টিটু, মো. বেলাল, সিরাজুল ইসলাম ইকবাল, শফিউল্লাহ মামুন, আনিছুর রহমান হিরু, আব্দুর রশিদ, শহীদুল ইসলাম, মো. এনাম, মো. জালাল উদ্দিন, ফারুক খান, জামাল উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. খোরশেদ আলম, মো. বাদশা, মো. আব্দুর রহিম, মিজানুর রহমান, সাঈদ হোসেন বাপ্পি, আব্দুল আজিজ। প্রেস বিজ্ঞপ্তি।












