চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেছেন, রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুটের মাধ্যমে মরার উপর খাঁড়ার ঘার মতো সীমাহীন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া বৃদ্ধিতে জনজীবন নাবিশ্বাস। তিনি বলেন, আইনের দোহাই দিয়ে শাসকের আইন চাপিয়ে দিয়ে কোন সিদ্ধান্তে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পথ বন্ধ করে রাখা যাবে না। এটা এদেশের জনগণ কখনোই মেনে নেবে না। নগরীর নিউ মার্কেট, কোর্টহিল পৌর জহুর হকার্স, খুরশিদ মহল কমপ্লেক্স, পুরান গীর্জা, হাজারী লেইন, টেরিবাজার, আন্দরকিল্লাসহ বিভিন্ন স্থানে কেন্দ্র ঘোষিত লিফলেট বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ হোসেন দীপ্তি এ মন্তব্য করেন।
যুবদল চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদল চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ফজলুল হক সুমন, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমদ খোকন, আতিকুর রহমান, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ হেলাল হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, রাজু খান, মোহাম্মদ বজল, মঈনুদ্দীন খান রাজিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।