দ্য শ্রীলঙ্কান ক্রাইসিস : লেশনস ফর ডেভেলপিং কান্ট্রিস শীর্ষক ওয়েবনিয়ার

চবি বিবিআরের উদ্যোগ

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেজ রিসার্চ (বিবিআর) এর উদ্যোগে গত বৃহস্পতিবার ‘দ্যা শ্রীলঙ্কান ক্র্যাইসিস: লেশনস ফর ডেভেলপিং কান্ট্রিস’ শীর্ষক ওয়েবনিয়ার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবনিয়ারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।

বিবিআর পরিচালক প্রফেসর এস. এম. সোহরাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত ওয়েবনিয়ারে স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. ললিত পি. সামারাকুন।

আলোচনায় ড. সেলিম বলেন, কর হ্রাস, টাকা ছাপানো, জাতীয়ভাবে অর্গানিক বা বায়োলজিক্যাল চাষে স্থানান্তরিত নীতি, ২০১৯ সালের শ্রীলঙ্কায় ইস্টার বোমা হামলা এবং কভিড১৯ মহামারীর প্রভাবের মতো একাধিক জটিল প্রভাবের কারণে এই সংকট শুরু হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালে শ্রীলঙ্কায় বিক্ষোভ দেখা দেয়। তিনি আরো বলেন, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মূল কারণগুলি মূলত অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে বিপুল বিনিয়োগ, দুর্বল শাসন ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি এবং তহবিলের অব্যবস্থাপনা। এছাড়াও রাসায়নিক সার নিষিদ্ধ করার মত অজনপ্রিয় নীতির ফলে খাদ্য উৎপাদন হ্রাস পেয়েছে এবং কর হ্রাসের ফলে ব্যাপকভাবে রাজস্ব সংগ্রহ কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হয়। উক্ত ওয়েবনিয়ারে অংশগ্রহণকারী দেশবিদেশের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি বিবিআর চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র মজুমদার ওয়েবনিয়ারের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে উখিয়ায় আটক দুই কিশোর
পরবর্তী নিবন্ধবানভাসি মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন